প্রমত্তা পদ্মার বুকে অগাধ জলরাশিতে মিশে কত গল্প,কত গান ঢেউয়ের পাতায় পাতায়এপার-ওপার মানুষের কর্ণে বাজে কলকল স্রোতেকত সবুজের হাসি ম্লান হয় চিকচিক বালুকাব্যেকত কান্না,হাহাকার ঢেউয়ে ঢেউয়ে তীরে ভিড়েকত জীবনের গান ভাঙ্গা-গড়ার কলমে লিখেপ্রমত্তার পদ্মা যুগে যুগে তার জীবনের ডায়রিতে প্রমত্তার পদ্মা, তোমার...
একটি পতাকা লাল আর সবুজের রঙ নিয়েস্বাধীনতার সুঘ্রান ছড়ায় বাংলার ঘরে ঘরেমাথা উচু করে পতপতে গেয়ে যায় বিজয়ের গানমুক্ত আকাশে-বাতাসে উড়ে চলে একটি পতাকাযার ছায়াতলে দেশ- খুঁজে নেয় অনাবিল সুখতেরশত নদী হাঁটে প্রমত্তা যুবতী ঢেউ নিয়েফুলে ফুলে প্রজাপতি- ভ্রমরেরা করে...